স্পোর্টস ডেস্ক : মৌসুমের শুরুতে বার্সেলোনার ম্যাচ না জেতার ব্যর্থতা ভাবিয়ে তুলেছিল সমর্থকদের। কিন্তু চোট কাটিয়ে লিওনেল মেসি ছন্দে ফিরতেই নিজেদের চেনা রুপ ফিরে পেয়েছে কাতালানরা। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে শুরুর ক্ষতি পুষিয়ে ফেলেছে তারা। উঠে এসেছে লা লিগার শীর্ষে।
এবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে উঠতে টানা ষষ্ঠ জয়ে চোখ মেসিদের। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আজ রাত ১টায় চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগের মাঠে নামছে বার্সেলোনা। ইউরো মঞ্চে দু’দলের প্রথম সাক্ষাৎ এটি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত এফ-গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।
বিগ ম্যাচে আজ ডর্টমুন্ডকে আতিথ্য দেবে ইন্টার মিলান। চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে জয়হীন ইন্টার ঘরের মাঠে ডর্টমুন্ডকে রুখে দিতে পারলে নিজেদের ম্যাচে যে কোনো ব্যবধানে জিতলেই শীর্ষে উঠে যাবে বার্সা।
ইউরো মঞ্চে শেষ ১৪টি অ্যাওয়ে ম্যাচের মাত্র চারটিতে জেতা বার্সার জন্য সুখবর হল শেষ লিগ ম্যাচে মেসি, সুয়ারেজ, গ্রিজমান ত্রয়ীর একসঙ্গে জ্বলে ওঠা। ‘এমএসজি’ ত্রিফলাতেই আজ স্লাভিয়াকে মাত করে দিতে চায় বার্সা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।