আগামী ছয় মাসের মধ্যে দেশের ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনসালটেশন অন এক্সিলারেটিং ব্লেন্ডেড এডুকেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তার উপস্থিত ছিলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জানান, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দিতে যাচ্ছি। এজন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি।এই প্রকল্পের অধীনে এক লাখ নয় হাজার ইন্টারনেট কানেকশন প্রাথমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে। শিক্ষামন্ত্রী মহোদয় প্রায়ই আমাদের জিজ্ঞেস করেন কবে নাগাদ আমরা এই সংযোগগুলো দিতে পারবো। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই আগামী ছয় মাসের মধ্যে ১ লাখ ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।