Advertisement
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রবিউল ইসলাম মোটরসাইকেলযোগে উপজেলার শঠিবাড়ি থেকে শাল্টি ছ’মিল এলাকায় যাচ্ছিলেন। পথে চেংমারী ইউনিয়নের মাহিয়ারপুর এলাকায় মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি ছাগল দৌড় দেয়। ছাগলটিকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন রবিউল।
মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।