জুমবাংলা ডেস্ক: খাগড়াছড়িতে ছাত্রলীগের কমিটিতে স্থান না পাওয়ায় দীঘিনালা-সাজেক সড়ক অবরোধ করে পর্যটকবাহী কয়েকটি গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা।
রবিবার সকাল সাড়ে ৮টার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ যৌথভাবে দীঘিনালা ও মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
এ কমিটি ঘোষণার পর দীঘিনালা উপজেলার ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা সকাল থেকে দীঘিনালা বাস টার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সাজেকগামী পর্যটকবাহী গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


