জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম যুবরাজকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইউপি চেয়ারম্যান জেলার সিরাজদিখান উপজেলার উত্তর পাথরঘাটা গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে। তিনি বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে সিরাজদিখান থানা পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজকে গ্রেফতার করে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সজল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রেফতার সাইফুল ইসলামকে মুন্সিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে সজল মোল্লা নিহত হয়। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোঃ ফয়সাল বিপ্লবসহ ৪৫১ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নানান কারণে বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলম যুবরাজ বিতর্কের জন্ম দিয়েছেন। তার অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, জমি দখল, প্রকাশ্যে জীবননাশের হুমকি থেকে বাঁচার জন্য ২০১৭ সালে ১৫ ই ফেব্রুয়ারি ইউনিয়নের পাথরঘাটা মাঠে এলাকাবাসী প্রতিবাদ ও মানববন্ধন করে । ২০২১ সালের চতুর্থ ধাপের নির্বাচনে বাসাইল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ছিলেন সাইফুল ইসলাম যুবরাজ। সেই নির্বাচনের তার দলীয় কোনো কর্মী মারা গেলে ১০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েও আলোচনায় ছিলেন সাইফুল ইসলাম যুবরাজ। তার গ্রেফতারে এলাকাবাসী খুশী ।
সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সজিব দে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সজল মোল্লা হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
ভারত বন্ধুবেশে এসে ৫৩ বছর বাংলাদেশে ডাকাতি করেছে: জামায়াতের আমির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।