আন্তর্জাতিক ডেস্ক : ছুটির দিনে প্রতিষ্ঠানে নিয়োগকর্তারা কর্মীদের কাজ করতে বলার অধিকার রাখেন, তবে শ্রম আইন অনুসারে ক্ষতিপূরণ প্রদান করতে হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
এদিকে, শবে মেরাজ উপলক্ষে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি সকল চাকরিজীবীদের জন্য ছুটি ঘোষণা করেছে ওমান।
অন্যদিকে, শবে মেরাজ উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পেতে যাচ্ছে চাকরিজীবীরা। দেশটিতে আগামী ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করেছে কুয়েতে সিভিল সার্ভিস কমিশন। যদিও শবে মেরাজ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ছুটি ২৭ জানুয়ারি পড়ে। কিন্তু কুয়েতি মন্ত্রিসভা একটি দীর্ঘ সাপ্তাহিক ছুটি দিতে বৃহস্পতিবার দিনটিতে এটি পুনঃনির্ধারণ করেছে।
শবে মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন।
মহানবী (সা.) কর্তৃক সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল (আ.) ও মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত-জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন।
সূত্র: গালফ নিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।