জুমবাংলা ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকড়াদহ পূর্বপাড়া গ্রামের রাজ্জাক আলী তার মেয়েকে বিয়ে দিচ্ছিলেন বিয়ের বয়স না হতেই। ঘটনাস্থলে পুলিশ ফোর্স যাওয়ার আগেই শেষ হয় বিয়ের সব আয়োজন।
বর কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ সামনে এসে দাঁড়ায় পুলিশ। পরে তাদের আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খানের ভ্রাম্যমাণ আদালতে নিলে বরের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় একটি নম্বর থেকে ফোন আসে। ফোনে কচুগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাথি খাতুনের সঙ্গে চাটমোহরের সাইকোলা গ্রামের লিটন আহম্মদের বাল্যবিয়ের খবর জানানো হয়। কনেকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি যাচ্ছিল বর। পথিমধ্যে হাজির হয় পুলিশ। থানায় আনা হয় কনে ও বরকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।