জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এবারের শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ২ হাজার ৮১৫টি। এতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী ২০২১ বা ২০২২ খ্রিষ্টাব্দে এসএসসি বা সমমান এবং ২০২৪ খ্রিষ্টাব্দে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের আসন সংখ্যা ৮৬০টি। ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের আসন সংখ্যা ৭৮৫টি। ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের ‘বাণিজ্য’ শাখার শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৪৬০ এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ৪৪টি এবং মানবিক ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা ১৬টি। ‘ডি’ ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ৫৯০ টি এবং ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের আসন সংখ্যা ৬০টি।
তাছাড়া বিজ্ঞপ্তি অনুযায়ী আইন অনুষদে ভর্তির জন্য শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আইন অনুষদের আইন বিভাগে মোট আসন সংখ্যা ৮০টি, যার ৩০টি মানবিক, ৩০টি বিজ্ঞান ও ২০টি বাণিজ্য ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য। এ বিভাগে আবেদনের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের নূন্যতম এ মাইনাস গ্রেড থাকতে হবে।
এছাড়া আইন অনুষদের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগে আসন সংখ্যা ৬০ টি যার মধ্যে ৪০টি মানবিক, ১০টি বিজ্ঞান ও বাকি ১০টি আসন বাণিজ্য ও অন্যান্য শাখার শিক্ষার্থীদের জন্য। এ বিভাগে আবেদনের ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের নূন্যতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।