আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফল অনুসারে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।
অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল ভোট। জেতার জন্য অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন।
তবে সে জন্য এখনো তাঁকে অন্তত ছয়টি ইলেকটোরাল ভোট পেতে হবে। জর্জিয়ায় ভোট গণনায় ট্রাম্প ও বাইডেন কাছাকাছি অবস্থানে রয়েছেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ২৭ হাজার ২৫০ ভোট এবং জো বাইডেন পেয়েছেন ২৩ লাখ ৯৫ হাজার ৯৪৪ ভোট।
মোট ভোটের ৪৯ দশমিক সাত শতাংশ পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে জো বাইডেনের দিকে ভোট পড়েছে ৪৯ দশমিক এক শতাংশ। যেকোনো মুহূর্তে সেখানকার ফল ঘোষণা হয়ে যেতে পারে। সেখানকার ফলের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। জর্জিয়ায় জিতলেই বিজয়ী হয়ে যাবেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প সেখানে জয় পেলে টিকে থাকার আশা তারও বেড়ে যাবে।
জানা গেছে, ট্রাম্প মোট পপুলার ভোট পেয়েছেন ছয় কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৫১১টি এবং জো বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ৭২ হাজার ৬৩১টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।