জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন সাকিব

সাকিব

সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখার অপেক্ষাটা বোধকরি খুব একটা লম্বা হচ্ছে না ক্রিকেট ভক্তদের জন্য। রঙিন পোশাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর সাদা পোশাকে সাকিবকে সবশেষ দেখা গিয়েছিল ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর দেশের মাঠে নিজের বিদায়ী টেস্ট খেলতে চেয়েও তিনি পারেননি দেশে তৈরি হওয়া আন্দোলনের কারণে।

সাকিব

কিন্তু, সাকিব আল হাসান আরও একবার ফিরছেন লাল-সবুজের জার্সিতে। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। দুবাইয়ে আবুধাবি টি-১০ লিগ শুরুর আগের দিন হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে প্রশ্ন করা হয় জাতীয় দলে ফেরা নিয়ে।

সাংবাদিকের সেই প্রশ্নের জবাব সাকিব দিয়েছেন এক লাইনে। অনেকটা হেসেই বলেছিলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, ‘এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।’

আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় দলের সূচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ তারিখ থেকে। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে।

ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ: আসিফ নজরুল

আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।