জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের ওপর গণভোট হওয়া উচিত। কারণ, এতে এমন অনেক বিষয় রয়েছে যা জাতীয় নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত।
বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই দাবি জানান ডা. তাহের। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।
জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্য সদস্যরা হলেন— সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা‘ছুম এবং রফিকুল ইসলাম খান।
বৈঠকে ডা. তাহের বলেন, “জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হলে ভোটগ্রহণ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি থাকে। তাই নির্বাচন পূর্বেই জুলাই সনদে গণভোট আয়োজন করা প্রয়োজন।”
এ সময় জামায়াত নেতারা জানান, নির্বাচনকালীন প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার যে কোনো সিদ্ধান্তের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আগে প্রশাসনের যে কোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন। নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি নেতাদের আশ্বস্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।