Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
এক শোক বার্তায় তিনি বলেন, ‘স্বাধীনতোত্তর বাংলাদেশের সামগ্রিক পুরকৌশল সেক্টরে তাঁর কর্তব্যনিষ্ঠ অনন্য অবদান জাতি দীর্ঘকাল স্মরণে রাখবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একাধারে একজন বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী হারাল। তাঁর মতো প্রাজ্ঞ জনসেবকের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



