আন্তর্জাতিক ডেস্ক: জাপান কোভিড সংক্রান্ত সীমান্ত বিধিনিষেধ ঘোষণা করার একদিন পরে মঙ্গলবার দেশে করোনভাইরাস ভেরিয়েন্ট ওমিক্রন আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হওয়ার খবর জানিয়েছে।
সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন,”জাতীয় সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটে বিশ্লেষণের পরে নামিবিয়া থেকে আগত একজন ভ্রমণকারীর দেহে ওমিক্রন সংক্রমন শনাক্ত হয়েছে। খবর এএফপি’র।
তিনি বলেন, এটি জাপানে প্রথম ওমিক্রন সংক্রমনের প্রথম ঘটনা। সংক্রমিত ব্যক্তির বয়স ত্রিশের কোঠায় এবং তাকে একটি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
বিমানবন্দরে নিয়মিত পরীক্ষাকালে তার দেহে সংক্রমন শনাক্ত হয়। জাপানে অবতরণ করার পর আগত সকল ভ্রমণকারীর করোনা সংক্রমন সংক্রান্ত পরীক্ষা করা হচ্ছে।
জাপান করোনভাইরাস আক্রান্ত হয়ে ১৮ হাজার ৩০০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে এবং জনসংখ্যার প্রায় ৭৭ শতাংশ সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।