জুমবাংলা ডেস্ক : রংপুর নগরীর গুঞ্জণ মোড়ে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙার মেয়ে মালিহা তাসলিম জুঁই এর প্রাইভেটকারের চাপায় এক অটোরিকশা ও মোটরসাইকেলের দুই চালকসহ তিন জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রবিবার (৭ জুন) রাত দশটার দিকে নগরীর গুঞ্জন মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আহতরা হলেন- বৈরাগীপাড়ার নিবারমের পুত্র অটোচালক বিশু, সাথমাথার ফজলে করিমের পুত্র লিমন (২১), ও কামাল কাছনার সাহাবুদ্দিনের পুত্র আলাউদ্দিন (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টার দিকে নেভিব্লু কালারের একটি প্রাইভেটকার চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশা চালক ও মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুত্বর আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠায়। বিক্ষূব্ধ এলাকাবাসী প্রাইভেটকারটি ঘেরাও ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে কয়েকজন চালকসহ গাড়িটি উদ্ধারের চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই পক্ষের বাকবিতন্ডা লেগে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মেট্টোপলিটন কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী বলেন, মশিউর রহমান রাঙ্গার মেয়েকে উদ্ধার করে বাসায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।