জুমবাংলা ডেস্ক : শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ব্যতিক্রমধর্মী পুরস্কারের ঘোষণা দিয়েছে এলাকার যুব সমাজ। মঙ্গলবার (১৬ মার্চ) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম বেলাগাঁও পঞ্চায়েতের যুবকদের উদ্যোগে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
এলাকার যুব সমাজের সাথে কথা বলে জানা যায়, এলাকার যুব সমাজকে খারাপ ও অনৈতিক কাজ থেকে ফিরিয়ে এনে নামাজের প্রতি আকৃষ্ট করতেই মূলত এ ব্যতিক্রমধর্মী আয়োজন।এ কার্যক্রম সফল করতে এলাকার যুব সমাজের পক্ষ থেকে সমগ্র গ্রামে ইতিমধ্যে মাইকিং করাও হয়েছে। এলাকার ১০ থেকে ২০ বছর বয়সী ছেলেদের জন্য ৪১ দিনব্যাপী পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ প্রতিযোগিতা শুরু হবে আগামী শুক্রবার থেকে।নির্ধারিত ৪১ দিন শেষে যতজন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের সবাইকেই দেওয়া হবে নতুন বাইসাইকেল।
শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে আয়োজিত এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলার অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এলাকার পঞ্চায়েতের যুবক হাবিবুর রহমান ও আক্তার হোসেন বলেন, যুবসমাজকে অনৈতিক কাজ থেকে ফিরিয়ে এনে মসজিদ মুখী করার লক্ষ্যেই মূলত আমাদের এই উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা সকলের সহযোগিতা চাই। কেউ এ উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করতে চাইলে ০১৭৭৭০০৮৯৭০ এই বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারেন।
পশ্চিম বেলাগাঁও ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ রোমান আহমেদ বলেন, পুরস্কার ঘোষণার পর থেকে প্রতিদিনই প্রায় শতাধিক শিশু কিশোর নামাজে আসছে।নামাজের পাশাপাশি তাদেরকে নৈতিকতা সহ সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরী মাসয়ালা ও শেখানো হবে।
সদর ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, জামাতে নামাজ পরলে শিশু-কিশোররা পাবে সাইকেল পুরস্কার এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের মহতি উদ্যোগ নেওয়ার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।