জুমবাংলা ডেস্ক: জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
হাতিরঝিল থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের মামলা। মো. আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার হাতিরঝিল থানায় ঐ মামলা দায়ের করেন। আসাদের বিরুদ্ধে অপর মামলাটি হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে।
পুলিশ শনিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইলে আদালত তিন দিনের জন্য জামিন মঞ্জুর করেছে।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সহকারী মহাসচিব আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে দৈনিক সংগ্রাম বৃহস্পতিবার তার প্রথম পাতায় ‘শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী আজ’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
এই রিপোর্টটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলে। মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার ঢাকার মগবাজারে পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালায় এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে পুলিশে সোপর্দ করে।
প্রতিবেদনটিতে বলা হয়েছিল: “আজ ১২ ডিসেম্বর শহীদ কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী। ২০১৩ সালের এই দিনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করে সরকার। জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, মানবাধিকার সংগঠনের অনুরোধ উপেক্ষা করেই ফাঁসি কার্যকর করা হয়।” সূত্র: বিবিসি বাংলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।