জুমবাংলা ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনে ক্যাম্পাস গেট থেকে তুলে নিয়ে নাশকতার মামলায় আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক মো. নূরনবী মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন।
গত ১৯ জুলাই (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে মিছিলের অনুমতি চাইতে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন আন্দোলনকারী শিক্ষার্থী মো. নূরনবীসহ কয়েকজন। এ সময় পুলিশ তাকে বাধা দেয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের সামনে থেকে নূরনবীকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। তার সঙ্গে থাকা শিক্ষার্থীদের ভাষ্যমতে তুলে নেয়ার সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে সেদিন (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেয়া হলেও তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয় এবং শাহবাগ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার বলছে, ১৯ জুলাই দিবাগত রাত ১.০৫ মিনিটে (২০ জুলাই) শাহবাগের শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপরীতের রাস্তা থেকে নূরনবীসহ চারজনকে গ্রেপ্তার করা হয় এবং নূরনবীর কাছ থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নূরনবীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে নুরনবীর জামিন হয়েছে। শুনানি করে আমরা কোর্ট প্রসিডিউরের মাধ্যমে জামিন নিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।