জুমবাংলা ডেস্ক : নারী সহকর্মীর দায়ের করা মামলায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সিনিয়র ক্রাইম রিপোর্টার ইমরান হোসেন সুমনকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে সুমনের জামিনের আদেশ দেন।
ইমরান হোসেন সুমনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী তুহিন হাওলাদার। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
সহকর্মীর দায়ের করা সাইবার অপরাধ আইনের মামলায় গত ১৯ জুলাই পল্লবী থানার মামলায় ইমরান হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২২ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


