Advertisement
স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান ফুটবল তারকা, গ্যাব্রিয়েল জেসুসকে বিক্রি করার কথা ভাবছে ম্যানচেস্টার সিটি।
সম্প্রতি, সান পত্রিকার প্রতিবেদনে জানা যায়, ম্যানসিটি তাদের তারকা খেলোয়াড় জেসুসকে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করে দিতে পারে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে।
২২ বছর বয়সী এই ফুটবলার তার খেলায় উন্নতি করেছে অনেক। ইতিমধ্যে তিনি প্রিমিয়ার লিগে এবং ইংল্যান্ডে স্থায়ীও হয়ে গেছেন। তার মানের কোনও খেলোয়াড়কে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ বলেও মনে করছে ইংলিশ ক্লাব, ম্যানসিটি।
তবে ম্যানসিটি এইটাও ভাবছে, ১০০ মিলিয়ন ইউরো দিয়ে জেসুসকে বিক্রি করে দিতে পারলে ক্লাবেরই লাভ হবে। এতে করে এই পরিমাণ অর্থ দিয়ে বেশ কিছু খেলোয়াড়কে কিনে দলটিকে নতুন করে আবারও সাজানো যাবে।
সুত্র: ইউরো স্পোর্টস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।