বিনোদন ডেস্ক : টাইগার শ্রফ। বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত অভিনেতা তিনি। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’। সেই থেকেই সবারে নজরে আছেন। একের পর এক অ্যাকশন সিনেমায় অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন জ্যাকিপুত্র।
এই অ্যাকশন হিরো তিনি একদিনে হয়ে যাননি। নিজেকে ফিট রাখতে জিমে ভয়ঙ্কর পরিশ্রম করেন তিনি। কিন্তু জিমে ঠিক কতটা পরিশ্রম করতে হয় তাকে? তার নমুনা টাইগার দেখিয়েছেন রবিবারে করা নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে। আর টাইগারের সেই পরিশ্রম দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।
জিমে ওজন তোলার সেই ভিডিও রোববার ইনস্টাগ্রামে পোস্ট করার পরই ভাইরাল হয়েছে। পোস্ট করার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রায় ১৮ লক্ষ ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিও। আর নিজেকে ফিটনেসকে অন্য উচ্চতায় নিয়ে যেতে টাইগারের এই প্রয়াসে মুগ্ধ হয়েছে নেটদুনিয়া।
সেই ভিডিওতে টাইগারকে দেখা যাচ্ছে জিমের ভেতর কসরত করতে। সেখানে ট্রেনারের উপস্থিতিতে ২০০ কেজি ওজন তুলছেন টাইগার! আর তাই দেখে অভিনেতা ঈশাণ খট্টর টাইগারকে অ্যাখ্যা দিয়েছেন ‘সুপার হিউম্যান’ হিসাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।