
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেছেন, “পৃথিবীর বিভিন্ন দেশে বাঙালি আছে, কিন্তু আমাদের রাষ্ট্রিক পরিচয় ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ধারণা ভেঙে সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে এক পতাকার নিচে ঐক্যবদ্ধ করেছিলেন।”
বুধবার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
ডা. পাভেল বলেন, “জিয়াউর রহমান সংবিধানের মূল বাণীতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তাই বিএনপির সঙ্গে ইসলামকে জুড়ে দেওয়ার প্রয়োজন নেই। ইসলামকে অবমাননা করে কেউ রাজনৈতিকভাবে লাভবান হতে পারে না। যারা রোজা-ঈদের সঙ্গে পূজাও এক করেন বা ইসলামের ব্যাখ্যা বিকৃত করেন, তাদের নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়।”
বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় আরও বক্তব্য রাখেন—
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক কাওসার হাসান টগর, এবং বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম ও কে এম খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
‘দল ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



