Advertisement
  
   আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আয়োজনে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য হিলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আয়োজনে দুই দিনব্যাপী জি-২০ সম্মেলনে যোগ দেবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য হিলের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
হোয়াইট হাউজের পক্ষ থেকে শুক্রবার এই তথ্য নিশ্চিত করা হয়।
করোনার কারণে সৌদি আরবের আয়োজনে এবারের সম্মেলনটি শনি ও রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম কোনো আরব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করছে।
সৌদি আরবের বাদশাহ সালমানের সভাপতিত্বে বিশ্বের ১৯টি বৃহৎ অর্থনীতির দেশ ও ইউরোপীয় ইউনিয়ন এতে অংশগ্রহণ করবে।
ট্রাম্পের ক্ষমতাকালীন সময়ে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ফলে বিভিন্ন বিষয়ে মুসলিম এই দেশটিতে সাহায্যে করেছে ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


