জুমবাংলা ডেস্ক : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লা।
এদিকে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এমপি মোল্লার জামাতা রায়হান জামিল বলেন, হাবিবুর রহমান মোল্লা বেশ কিছুদিন যাবৎ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এমপি মোল্লার ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন এই প্রতিবেদকে বলেন, ‘স্যারের অবস্থা ভেরি ক্রিটিক্যাল। চিকিৎসকরা তার আশা ছেড়ে দিয়েছেন।’
এদিকে ঢাকা এমপি মোল্লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যম মৃত্যুর সংবাদও প্রচার করে তা এখন নামিয়ে ফেলা হয়েছে।
চলতি সংসদে তিনি প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ছিলেন। এর আগে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগে তিনি সহ-সভাপতি ছিলেন।
হাবিবুর রহমান মোল্লা সর্বশেষ ২০১৮ এর নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে নৌকার প্রতীক নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।- কালের কন্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।