আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে জুমার খুতবায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
মক্কার গ্রান্ড মসজিদের ইমাম আব্দুল রহমান আল-সুদাইস বলেন, নবীজী (সা:) তার ইহুদি প্রতিবেশির প্রতি সদয় ছিলেন এবং পরবর্তীতে ওই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো। জুমার খুতবায় ইমামের এধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করে অনেকে প্রশ্ন তুলেছেন সৌদি আরব কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে।
গ্রান্ড মসজিদের ইমামের এধরনের বক্তব্যের পর অনেকে এটিকে কৌশলে সৌদি নাগরিকদের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব হিসেবে বিবেচনা করছেন। ইমাম বলেন ইসলাম ধর্মে অমুসলিমদের সন্মান ও তাদের সঙ্গে ভাল ব্যবহার করার কথা বলা হয়েছে। ইমাম বলেন নবীজী (সা:) এক ইহুদি ব্যক্তির পানির বোতল থেকে পানি নিয়ে অযু করেছিলেন এবং মৃত্যুর আগে তিনি তার ঢাল এক ইহুদি ব্যক্তির কাছে বন্ধক রাখেন।
ইমাম বলেন, ইসলাম সম্পর্কে ভুল ও মিথ্যা সন্দেহ ও বিশ্বাস ত্রুটিমুক্ত করা প্রয়োজন। এর আগে ইমাম বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছিলেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের বিরোধীতার কথা বলেছিলেন।
গত ১৩ আগস্ট আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করে দুটি দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সম্প্রতি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর তার দেশ তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি আছে।
মিসরের ধর্মীয় নেতা মোহাম্মদ আল-সাগীর অভিযোগ করছেন ইমামের বক্তব্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করণে প্রভাব সৃষ্টি করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।