খাবার খাওয়া শেষে যা আপনি ফেলে দিচ্ছেন, কারও কাছে সেটাই হয়ে উঠছে বিউটি ট্রেজার অর্থাৎ সুন্দর ত্বকের মূলমন্ত্র। তাই ময়লার ঝুড়িতে ফেলার আগে চিন্তা করুন সেটাকে ত্বকের সৌন্দর্য বাড়াতে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। বর্তমানে জেন-জি প্রজন্মের তরুনরা খাবারের উচ্ছিষ্ট অংশ নিজেদের ত্বকের যত্নে ব্যবহার করছে।
ডিমের খোসা
ডিম ভেঙে সেই খোসা হয় আমরা ফেলে দেই নইলে গাছের টবে দিয়ে দেই মাটিতে মিশে সার হওয়ার জন্য। গাছের জন্য উপকারী এই খোসা যে ত্বককেও ভালো রাখে সেটা কিন্তু খুব কম মানুষই জানেন। কয়েকটি ডিমের খোসা নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিন। এতে সামান্য পানি ও ডিমের খানিকটা সাদা অংশ মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এর ব্যবহারে ত্বক হবে টানটান, নরম ও কোমল।ডিমের খোসার ভেতরে যে পাতলা স্তর থাকে সেটি উঠিয়ে ত্বকে লাগিয়ে নিন। ব্ল্যাকহেডস দূর করতে এটি খুব ভালো কাজ করে।
কলার খোসা
কলার খোসা ব্রণের সমস্যা দূর করার জন্য খুব ভালো কাজ করে। খোসা টুকরো করে কেটে ত্বকের আক্রান্ত জায়গায় দিনে ২/৩ বার ঘষে নিন। সপ্তাহখানেকের মধ্যে চমৎকার ফলাফল দেখতে পারবেন। শরীরে কোথাও কেটে গেলে, পোকা কামড় দিলে বা সোরিয়াসিসের মতো সমস্যা থাকলে কলার খোসা ঘষে নিলে অল্প সময়েই আরাম মিলবে। যদি চটচলদি ত্বককে নরম ও কোমল করে তুলতে চান, তাহলে খোসা মুখে ঘষে অপেক্ষা করুন ঘন্টাখানেক। এরপর দেখুন কলের খোসার খেল!
ফুড ট্র্যাশ
সকালের তন্দ্রা দূর করে শরীর ও মেজাজ ফুরফুরে করে তুলতে কফির জুড়ি মেলা ভার। আর এই কফিই কিন্তু ত্বকের কোষের বৃদ্ধি ঘটাতে খুব ভালো কাজ করে। কফি খাওয়ার পর তলানিতে যে অংশটুকু থাকে সেটা মুখ ও শরীরের ত্বকের জন্য মাইল্ড এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, মৃত কোষ দূর করে ত্বক করে তোলে নরম ও কোমল। কফি গ্রাউন্ডের সঙ্গে স্ক্রাবিং এর জন্য চাইলে সামান্য চিনি যুক্ত করা যায়, আর ময়েশ্চারাইজেশনের জন্য তেলও যুক্ত করতে পারেন। চোখের ফোলাভাব দূর করতে চাইলে কফি গ্রাউন্ড চোখের নিচে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং পেয়ে যান একদম ফ্রেশ লুক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।