আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র নগরী জেরুজালেম। এই নগরী ইসলাম, খ্রিস্টান ও ইহুদি- তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র। জেরুজালেমে রয়েছে ঐতিহাসিক ডোম অব দ্য রক বা কুব্বাত আস-সাখরা। ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক দখলকৃত জেরুজালেম তথা ইসরায়েলের উত্তরাংশ এবং অধিকৃত পশ্চিম তীরে বিরল তুষারপাতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।
গণমাধ্যমটি জানিয়েছে, তুষারপাতে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বরফ জমে যাওয়ায় ইসরায়েল পুলিশ বিপজ্জনক রাস্তার অবস্থার কারণে পার্বত্য পশ্চিম তীরের প্রধান মহাসড়কগুলোও বন্ধ করে দিয়েছে। জেরুজালেমে এমন ভারী তুষারপাত বিরল। যদিও সেখানের মানুষদের এর মধ্যেও বাইরে বের হতে দেখা যাচ্ছে।
৩৯ বছরের আবেদ শাবনি বলেন, ‘আমি এতো বছরের মধ্যে কখনো এমনটা দেখিনি। এই অবস্থায় স্কুল নেই, তাই আমি বাইরে বের হয়ে বাচ্চাদের তুষারমানবী ও তুষারবল তৈরি করে দিচ্ছি। আমি মনে করি, এটা ভালো চিহ্ন। আশা করছি, এটা ভালো বছর হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।