জুমবাংলা ডেস্ক : বরগুনার বেতাগী উপজেলার উপকূলীয় জনপদ বিষখালী নদীতে জেলেদের জালে ধরা পড়লো ২ কেজি ওজনের এক রাজা ইলিশ দাম হাঁকিয়েছে সাড়ে ছয় হাজার টাকা।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেতাগী উপজেলার বিষখালী নদী থেকে এক জেলের জালে ধরা পড়েছে। সন্ধ্যার পর বেতাগী পৌর শহরের বাজারে মাছটি বিক্রি করতে আনলে উৎসুক জনতা মাছ দেখতে ভিড় জমিয়েছেন।
বিক্রেতা আব্দুল খালেক লাভলু মাছটির দাম হাঁকিয়েছেন সাড়ে ছয় হাজার টাকা।
তিনি বলেন, ‘এখন নদীতে তেমন একটা রাজা ইলিশের দেখা মেলে না। আগে এমন রাজা ইলিশ দু’একটা পাওয়া গেলেও বর্তমানে রাজা ইলিশের দেখা একেবারেই কম।’
তিনি আরো বলেন, রাজা ইলিশ পাওয়া গেলে জেলেরা ক্ষতি পুষিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।