Advertisement
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে জেলের জালে ১৬০ কেজি ওজনের বিরল পাখি মাছ ধরা পড়েছে। গতকাল দুপুর ১২টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার চরের গভীর বঙ্গোপসাগরে মৌলভী আয়ুব নামে এক জেলের জালে ১৬০ কেজি (৪ মণ) ওজনের একটি বিরল পাখি মাছ এবং আরও বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ে।

বিরল পাখি মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা। স্থানীয় বাজারে মাছগুলোর চাহিদা না থাকায় টেকনাফ শহরের মাছের আড়তে নিয়ে যাওয়া হয়েছে। জেলে মৌলভী আয়ুব জানান, দ্রুত গতির এ পাখি মাছ এর আগে কখনো আমার জালে ধরা পড়েনি।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার জানান, বিরল পাখি মাছ খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিশ।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel