২০২৬ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম-ভারতীয় বংশোদ্ভূত মেয়র। মাত্র ৩৪ বছর বয়সে নির্বাচিত হয়ে ১৮৯২ সালের পর নিউইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হতে যাচ্ছেন তিনি।

রাজনীতিতে তুলনামূলকভাবে অজানা মুখ হিসেবেই মেয়র নির্বাচনে অংশ নেন মামদানি। তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেয়ে প্রচারে নেমেছিলেন নিউইয়র্কবাসীর জন্য জীবনযাত্রা সাশ্রয়ী করার প্রতিশ্রুতি নিয়ে। তার নির্বাচনী ইশতেহারে ছিল—বাড়িভাড়ায় স্থিতাবস্থা (রেন্ট ফ্রিজ), বিনামূল্যে বাসযাত্রা এবং সবার জন্য স্বাস্থ্যসেবা (ইউনিভার্সাল হেলথকেয়ার)। এই অঙ্গীকারগুলো তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শেষ পর্যন্ত তাকে বিজয় এনে দেয়।
মামদানি আগামী ১লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নিউইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে তিনি ইতিমধ্যেই আশার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন।
জোহরান মামদানি উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা মাহমুদ মামদানি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজের অধ্যাপক। মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, যিনি ভারতেরই সন্তান।
পরিবারটি প্রথমে উগান্ডা থেকে দক্ষিণ আফ্রিকায় এবং পরে জোহরানের সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন, তবে এখনো উগান্ডার নাগরিকত্বও বজায় রেখেছেন। চলতি বছর জুলাইয়ে তিনি আমেরিকান ইলাস্ট্রেটর রামা দুয়াজিকে বিয়ে করেন এবং তাদের বিয়ে উগান্ডায় অনুষ্ঠিত হয়।
জোহরানের পুরো নাম ‘জোহরান কাওমে মামদানি’—যা তার বহুসাংস্কৃতিক পরিচয়কে প্রতিফলিত করে। ‘মামদানি’ নামটি গুজরাটি ভাষাভাষী মুসলমানদের মধ্যে প্রচলিত, যার অর্থগত দিক থেকে এটি ‘মোহাম্মদান’ বা ‘নবী মুহাম্মদের অনুসারী’ বোঝায়।
জোহরান নামটির উৎস আরবি ও ফারসি, যার অর্থ ‘আলো’, ‘জ্যোতি’ বা ‘ফুলের প্রস্ফুটন’। কাওমে শব্দটি পশ্চিম আফ্রিকার ঘানার আকান জাতিগোষ্ঠীর ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘শনিবারে জন্ম নেওয়া ব্যক্তি’। এটি ‘জ্ঞান’ ও ‘নেতৃত্ব’-এর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়।
জোহরানের বাবা মাহমুদ মামদানি ঘানার স্বাধীনতা আন্দোলনের নেতা কাওমে নক্রুমার গভীর ভক্ত ছিলেন। নক্রুমা ১৯৫৭ সালে ঘানাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করে দেশের প্রথম প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হন। তিনি ছিলেন প্যান-আফ্রিকান আন্দোলনের অন্যতম প্রবক্তা, যিনি আফ্রিকা মহাদেশের ঐক্য ও ঔপনিবেশিক শাসনের অবসানের পক্ষে আজীবন কাজ করেন।
পিতা যদি সব সম্পত্তি একজন সন্তানকে লিখে দেন, তখন বাকি সন্তানদের করণীয় কী?
কওমে নামটি তাই কেবল একটি ঐতিহ্য নয় বরং ন্যায়, স্বাধীনতা ও নেতৃত্বের প্রতীক—যা জোহরান মামদানির রাজনৈতিক দর্শনেও প্রতিফলিত হচ্ছে বলে অনেকের ধারণা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



