জুমবাংলা ডেস্ক: জয়পুরহাট জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে আক্রান্ত করোনা রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য জেলা রেডক্রিসেন্ট ইউনিটে যোগ হয়েছে অক্সিজেনসহ অ্যাম্বুলেন্সসেবা।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সম্পাদক গোলাম হক্কানী জানান, জীবনের ঝুঁকি নিয়ে জেলায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা বুথে দায়িত্ব পালনসহ স্বাস্থ্য সুরক্ষা বিতরণ ও সচেতনতামূল কার্যক্রম পরিচালনা করছে যুব ইউনিটের প্রশিক্ষণ প্রাপ্ত ৪৫ জন স্বেচ্ছাসেবী। নানা কার্যক্রমের মধ্যে যোগ হলো অক্সিজেনসহ অ্যাম্বুলেন্স সেবা। প্রত্যন্ত গ্রামাঞ্চলে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে নিকটস্থ হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হবে এ অ্যাম্বুলেন্সটি। জেলা রেডক্রিসেন্ট সোসাইটি থেকে অক্সিজেনসহ অ্যাম্বুলেন্স সেবা পাওয়ার জন্য ০১৭৮৭-২৮০২০২ হটলাইনে যোগাযোগ করতে হবে। ২৪ ঘন্টার জন্য এ সেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান, জয়পুরহাট ইউনিটের সম্পাদক গোলাম হক্কানী। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি প্রধান কার্যালয় থেকে সম্পতি অক্সিজেনসহ এ অ্যাম্বুলেন্সটি সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।