জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে চরপালট নামক স্থানের ডুবচরে পাঁচশ’ যাত্রী নিয়ে অভিযান- ১০ নামে যাত্রীবাহী লঞ্চ আটকা পড়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ দুটি পাশাপাশি পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। চলতে চলতে ঘটনাস্থল বিষখালী নদীর চরপালট এলাকায় শুক্রবার ভোর রাত ৪টার দিকে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলে যাওয়ার সময় অভিযান-১০ লঞ্চটি নদীর ডুবচরে উঠে আটকে যায়। এতে লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
লঞ্চে থাকা যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি চালিয়ে পাল্লা দিয়ে বরগুনা যাচ্ছিল। ঘটনাস্থলে এসে শাহরুখ-২ লঞ্চকে পাশ কাটিয়ে পেছনে ফেলার সময় অভিযান-১০ লঞ্চটি পালটের ডুবোচরে উঠে যায়। অনেক চেষ্টা করেও লঞ্চটি নামানো যায়নি।
লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জন্য ব্যবস্থা করবে বলে সময়ক্ষেপণ করতে থাকে। পরে সকাল হলে যাত্রীরা যে যার মতো করে নিজ খরচে তাদের গন্তব্যে চলে যান। তারা আরও বলেন ঘটনাস্থল সহ এই এলাকায় বিচ্ছিন্নভাবে বেশকিছু ডুব চর রয়েছে। এ কারণে বর্তমানে নৌযান চলাচল খুবই বিপজ্জনক।
অভিযান-১০ এর মাস্টার মো. মাসুদ আলম জানান, জোয়ারের পানিতে নদী ও চর একই রকম ছিল। কিছু বুঝে উঠার আগেই লঞ্চটি ডুবোচরে উঠে যায়। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে রাতে নদীতে জোয়ার আসলে লঞ্চটি উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel