জুমবাংলা ডেস্ক : ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরের সংঘর্ষে আপন চাচা আফজাল হোসেন আছড়ে মেরে ফেলল ৩ মাস বয়সী ভাতিজি শিশু জান্নাতি আক্তারকে।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আবুল কালাম সিকদার, মা তানিয়া বেগম ও মামা নবী হোসেন আহত হওয়ায় আমুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হচ্ছে।
নিহত জান্নাতির পিতা আবুল কালাম সিকদারের অভিযোগ, একই বাড়ির পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সকালে আফজাল হোসেনসহ তার দলবলের সঙ্গে কালাম সিকদারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জান্নাতির মা তানিয়া স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে লাঠির আঘাতে কোলে থাকা শিশু জান্নাতি ছিটকে পড়ে যায়।
এ সময় চাচা আফজাল তাকে তুলে মাটিতে আছার মারে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল কালাম সিকদার ও আফজাল হোসেন তারাবুনিয়া এলাকার মৃত আমজাদ সিকদারের পুত্র।
শিশু জান্নাতির ফুফু প্রতিপক্ষ নারগিস বেগম জানান, ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলে আসছে।
ফুফুর দাবি, ভাতিজি জান্নাতি আগে থেকেই অসুস্থ ছিল। আমরা জান্নাতিকে ঘটনাস্থলে দেখিনি ও জানিও না। ছোট বাচ্চাকে কেউ পিটান দেয় নাই এবং কেই আছাড়ও দেয় নাই। আর বাচ্চা মারা গেছে কি-না তাও আমরা জানি না।
কাঁঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।