
হারারের এই মাঠে প্রথম দিন ২ উইকেট হারিয়ে ৩১৩ রান করে বাংলাদেশ। ৭ জুলাই থেকে শুরু হতে চলা সফরের একমাত্র টেস্টের প্রস্তুতি নিতে নেমে টি-টোয়েন্টি ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৫৬ বলে ৭৪ রানের ইনিংস আসে সাকিবের ব্যাট থেকে। ১৪টি চার এক ছক্কা র সঙ্গে হাঁকান তিনি।
দ্বিতীয় দিন ব্যাট হাতে ১৩ রান তুলতেই প্রথম উইকেটের পতন হয় জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের। চতুর্থ ওভারে উইকেটটি তুলে নেন পেসার শরিফুল ইসলাম। ১৮তম ওভারে দ্বিতীয় উইকেটটি আদায় করেন আরেক পেসার এবাদত হোসেন।
পরের ওভারে প্রথমবারের মতো বল করতে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই তুলে নেন উইকেট। ৫৩ বলে ৩২ রান করা সেট ব্যাটসম্যান তাকুডওয়ানাশে কাইতানোকে।
লাঞ্চ বিরতিতে যাবার আগে ২৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তুলেছে স্বাগতিকরা।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



