জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মোস্তাকিম (৩) ও তানহা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলার বড়াইল ও গনাইশার গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এর মধ্যে গনাইসার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশে পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। সে উপজেলার বেতকা গ্রামের মো. পারভেজ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, নানা বাড়ির আঙিনায় খেলার সময় তিন বছরের শিশু মোস্তাকিম পাশের পুকুরের ধারে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পরই মোস্তাকিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার আত্মীয়রা। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে মোস্তাকিমকে ভাসতে দেখতে পান তার নানি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে উপজেলার বড়াইল গ্রামে পানিতে ডুবে তানহা (৬) নামের অপর এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের সেকুল শেখের মেয়ে।
তার পরিবার জানায়, পুকুরে হাত-পা ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় তানহা। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণতন্ত্রকে সবাই মিলে প্রতিষ্ঠা করার বার্তা দিয়ে গেছেন খালেদা জিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।