নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের একটি দল। এ সময় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অপরাধে কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়,গাজীপুরের কোম্পানি কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃতে বৃহস্পতিবার সন্ধায় টঙ্গীর মিলগেইট এলাকায় একটি নাম বিহিন কারখানায় অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় ওই কারখানায় অবৈধভাবে তৈরি বিপুল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট (গাসিক টঙ্গী জোন) এস এম সোহরাব হোসেন অনুমোদনহীন ভেজাল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।