নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ মামুন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্র জানায়, আজ রোববার ভোর আনুমানিক ৪টার দিকে টঙ্গী পশ্চিম থানার একটি দল মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে মামুনকে আটক করা হয়। তিনি লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং বর্তমানে মরকুন পশ্চিমপাড়ার মিরার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় শাহ আলম রিপনের মালিকানাধীন একটি বাসায় তল্লাশি চালায়। সেখানে রিপনের ভাড়াটে সুজনের ব্যবহৃত একটি কক্ষ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র থানায় নিয়ে যাওয়ার পর মামুনকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানকালে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


