নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি জুতার গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে টঙ্গীর মরকুন তিস্তা গেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক খন্দকার জান্নাতুল নাঈম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকেলে টঙ্গীর মরকুন তিস্তা গেট এলাকায় মনু মিয়ার একটি জুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
খন্দকার জান্নাতুল নাঈম আরও বলেন, আগুনে গুদামে থাকা কয়েক লাখ টাকার জুতা ও জুতা তৈরির চামড়া পুড়ে গেছে। গুদামের পাশে গ্যাসের লাইন ফেটে গিয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।