নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে ও সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. মো. মকবুল হাসান, ডা. শাহরিয়ার খান, ডা. মামুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. তাসরিন বেগম, ডা. উম্মে তানিয়া নাসরিন, ডা. চৌধুরী তাসলিমা নাসরিন, ডা. আহসানা আক্তার, ডা. বারাকা বদরুদ্দোজা তিথি, ডা. কাউসারী খান কাকন, ডা. ফারহানা তাসনিম, ডা. রাবেয়া, ডা. জিনাত, ডা. আশরাফী শাহরিয়ার প্রমুখ।
মানববন্ধনে ডা. উম্মে তানিয়া নাসরিন বলেন, সংস্কারের নামে অসংস্কার করা হচ্ছে। ২৫টি ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ও সাধারণ ক্যাডারকে ক্যাডার সার্ভিসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি সরকারের উপসচিব পদে কোটা আমরা মানি না। অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।