টঙ্গীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল চারটার দিকে টঙ্গীর বিসিক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

টঙ্গীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মৃত ওই শ্রমিকের নাম ফয়েজ উদ্দিন (৫০)। তিনি কুড়িগ্রাম জেলার কাঁচা কাটা থানার দরিয়াপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

অন্যান্য শ্রমিকেরা জানান, ফয়েজ উদ্দিন নির্মাণাধীন কারখানাটির ছয়তলায় ভবনে নির্মাণ সামগ্রী নিচ থেকে ওপরে তোলার মেশিন (রোপ ওয়েস্ট) পরিচালনা করছিলেন। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক তারে শর্টসার্কিট দেখা দিলে ফয়েজ ভবন থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে অন্যান্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মৃত্যুর ঘটনাটি পুলিশকে জানালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজ মজিদ বলেন, ‘ফয়েজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথা থেঁতলে গেছে।’

তবে এ ঘটনায় নির্মাণাধীন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, সন্ধ্যায় খবর পেয়েছি। লাশটি উদ্ধার করতে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সদস্যদের খবর পাঠানো হবে। নিহতের স্বজনেরা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে সাবেক ফুটবলার নিহত