নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে শরিফ হুমায়ুন আহমেদ তুষার (৩০) নামের এক মাইক্রোবাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) সকালে টঙ্গীর নদীবন্দর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী থানার উপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।
নিহত শরিফ হুমায়ুন আহমেদ তুষার শরিয়তপুরের নরিয়া থানার ২ নম্বর ওয়ার্ডের বজলুর রশিদের ছেলে। তিনি রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতেন।
আশরাফুল ইসলাম বলেন, সকালে টঙ্গী নদীবন্দরের প্রধান ফটকের সামনে ওই মাইক্রোবাসচালকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়েছে। এছাড়াও মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত ওই ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।