নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অন্তত অর্ধশত শ্রমিক। সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকার গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ করছিলেন তাঁরা। বিকেলের দিকে কারখানার পঞ্চম তলায় কয়েকজন শ্রমিক প্রথমে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কের কারণে অন্যান্য তলার শ্রমিকদের মধ্যেও অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ১৭ জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিজা শারমিন জানান, হাসপাতালে আনা অধিকাংশ শ্রমিকের বমি বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা গেছে।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, শ্রমিকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি বিবেচনায় বিকেলে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের (টঙ্গী জোন) পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


