জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোংলা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হওয়াকে কেন্দ্র করে টমটম চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ওই চেয়ারম্যান প্রার্থী একরাম ইজারাদারের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন টমটম চালক নজরুল শেখ।
এর আগে শুক্রবার রাতে স্থানীয় চটেরহাট বাজারে ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদার বেধড়ক মারপিট করে টমটম চালক নজরুল শেখকে।
এদিকে এ ঘটনায় বিচারের দাবিতে শনিবার বাঁশতলা বাজারে বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয়রা। এ সময় তারা একরামের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান একরাম ইজারাদারকে মোবাইল করলেও তিন ফোন রিসিভ করেননি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, একরাম ইজারাদারের বিরুদ্ধে টমটম চালক নজরুল শেখ তাকে মারপিট করার একটি অভিযোগ দিয়েছে, তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।