স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে সুপার ফোর। এমন সমীকরণে এশিয়া কাপ ২০২২ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। দুই ওপেনার নাঈম শেখ, আনামুল হক ও সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা হয়েছে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের।
টস হেরে সাকিব বলেছেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম, যদিও টস আমাদের নিয়ন্ত্রণে নেই।
আফগানিস্তানের বিপক্ষে আমরা ভালো ব্যাটিং করিনি, কিন্তু আজকের দিনটা অন্যরকম। আমাদের দলে তিনটি পরিবর্তন এসেছে, আমরা বেশ কিছু পরিবর্তন করেছি। আশা করি যে আজ আমাদের পক্ষে থাকবে সব। আমরা আজ ভালো ক্রিকেট খেলতে চাই, মিডিয়ায় কী কথা হচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত নই।’
বাংলাদেশ: সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেট রক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, দিলশান মাদুশঙ্কা, অসিথা ফার্নান্দো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।