স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে পুরো একদিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট। শুক্রবার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও অবিরাম বৃষ্টির কারণে মাঠেই আসেনি কোনো দল এবং টসও হয়নি।
শনিবার সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
পাকিস্তানের একাদশে দুটি পরিবর্তন। অন্যতম দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহর পরিবর্তে দলে এসেছেন লেগস্পিনার আবরার আহমেদ ও পেসার মির হামজা।
প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই সিরিজ জিতবে টাইগাররা। আর জিতলে হোয়াইটওয়াশ করবে পাকিস্তানকে। তাই সিরিজ হার এড়াতে এই ম্যাচ জিততেই হবে পাকিস্তানকে।
ঐতিহাসিক জয়ের সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন বাঁহাতি পেসার শরিফুল। কিন্তু গ্রোয়েন ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না। এটাই বাংলাদেশ দলের বড় ঘাটতি।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আবরার আহমেদ, মির হামজা, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।