স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের কারণে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। বুধবার (২৪ জুন) বিকালে এ খরব নিশ্চিত করেছে শ্রীলঙ্কা কিক্রেট বোর্ড। বাংলাদেশের আসন্ন নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা ছিল। মঙ্গলবার (২৩ জুন) আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। একদিন পরেই শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। একটি টুইট বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে শ্রীলঙ্কা রাজি থাকলে আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি ছিল বিসিবি।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আগস্টে কোনো খেলার সূচি ফাঁকা রাখেনি। সেই সময় টি২০ প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা করে তারা। আর বাংলাদেশের বিপক্ষে সিরিজটি জুলাইয়ের প্রথম সপ্তাহে আয়োজনের প্রস্তাব দেয় তারা। যদিও আগের সূচি অনুযায়ী জুলাইয়ের শেষে এই সিরিজ শুরু হওয়ার কথা ছিল। বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তারা জুলাইয়ের শুরুতে সিরিজ খেলতে পারবে না। এর কারণ হিসেবে প্রস্তুতির ঘাটতিকে সামনে এনেছে বিসিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।