Advertisement
স্পোর্টস ডেস্ক : টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আইসিসি দ্বারা বুকের দুর্নীতির পদ্ধতির খবর দিতে ব্যর্থ হওয়ার কারণে ক্রিকেট থেকে তাকে বরখাস্ত করা হয়। আর তাই চলতি মাসে ভারত টেস্ট সিরিজে বাংলাদেশের নবনিযুক্ত টেস্ট অধিনায়ক হিসেবে দেখা যাবে বাঁহাতি টাইগার ব্যাটসম্যান মুমিনুল হককে।
তবে এতো বড় দায়িত্ব সামাল দিতে কোন ভাবেই প্রস্তুত ছিলেন না বলে জানান মুমিনুল হক। তিনি অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার বলেন, এমন একটি দায়িত্ব তাঁর কাছে চমকপ্রদ ছিলো এবং তিনি এ জাতীয় ভূমিকার জন্য প্রস্তুত ছিলেন না।
তিনি আরও বলেন, আমি কখনই অধিনায়কত্বের জন্য প্রস্তুত ছিলাম না। এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। কখনই ভাবিনি যে আমি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হব। তবে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি।
সুত্র: ক্রিকবাজ
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel