স্পোর্টস ডেস্ক : কলকাতার ইডেনে খেলা বলেই হয়তো পুরস্কার তুলে দিতে এসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল হাসানের হাতে কেবল ট্রফি তুলে দিয়েই ক্ষান্ত হননি সকলের প্রিয় ‘দাদা’। নিজের শহরে বাংলাদেশের যুবাদের বিশেষভাবে উৎসাহিতও করেছেন তিনি।
যুব দলের টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, গতকালের ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করা আইচ মোল্লা এবং গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করা নওরোজ নাবিলের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি।
নিজের দেশ হারলেও বাংলাদেশিদের জয়ে উৎফুল্লই ছিলেন সৌরভ ফাইনালের জন্যই নিজের সেরাটা তুলে রেখেছিলেন আইচ মোল্লা। তিন দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ব্যর্থ হলেও গতকাল ৯১ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।
তার সঙ্গে হাফসেঞ্চুরি করেন আশিকুর জামান। দু’জনের ওপর ভর করে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৩৪ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর দুরন্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে স্রেফ গুঁড়িয়ে দেন যুবারা। ২১.৩ ওভারে মাত্র ৫৩ রানে স্বাগতিকদের অলআউট করে ১৮১ রানে তিন দলের এই যুব ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতে নেন বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছিলেন তারা।
৪ ডিসেম্বর শেষ গ্রুপ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর ফাইনালে দাপুটে জয়। তাই যুব বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশের। আগামী বছর জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে বসছে যুব বিশ্বকাপের পরবর্তী আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।