ভারত সিরিজ শুরুর আগেই টাইগার শিবিরে বড় দুঃসংবাদ

টাইগার শিবিরে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে চলে এসেছে ভারতীয় দল। বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে বেশ আড়াল হয়ে যাচ্ছে এই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৪ ডিসেম্বর। কিন্তু এর আগেই দুই বড় তারকা ছিটকে গেছেন।।
টাইগার শিবিরে বড় দুঃসংবাদ
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না অধিনায়ক তামিম ইকবালের। সেই সঙ্গে ছিটকে গেছেন সেরা পেসার তাসকিন আহমেদও। প্রথম ওয়ানডেতে তাসকিনকে না পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

পিঠের চোটে পড়ায় প্রথম ম্যাচে মাঠে নামবেন না তাসকিন।এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পুরোটিতেই তাসকিনকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য বাংলাদেশ ‘এ’ দল থেকে ইতোমধ্যে শরীফুল ইসলামকে উড়িয়ে আনা হয়েছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, পিঠের চোটের জন্য ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামছেন না তাসকিন। এমনকি পুরো সিরিজেও না দেখা যেতে পারে তাসকিনকে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সিরিজ শুরুর ঠিক আগে গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন। ভারত সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে অনুশীলনে এই চোটে পড়েন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। এ জন্য ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ভারতের বিপক্ষে ৪, ৭ ও ১০ ডিসেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। এরপর ১৪ ও ২২ ডিসেম্বর দুই টেস্ট দিয়ে সিরিজ শেষ হবে।

ভাইরাস যেন আরও শক্তিশালী করে তুলেছে ইংল্যান্ডেকে