ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গা উৎসব উদযাপিত হয়েছে, যেখানে শহরের প্রাণকেন্দ্রে বিপুল জনসমাগমে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন ঘটেছে। দুই দিনব্যাপী উৎসবকে বিশ্বমঞ্চে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্য উপস্থাপন করেছে।
প্রথম দিনে দর্শকদের মুগ্ধ করেছে নৃত্যাঞ্জলির প্রাণবন্ত নৃত্য পরিবেশনা, ভারতীয় বিদ্যা ভবনের গারবা, জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি কলকাতার মাড্ডক্স স্কয়ার এবং ঢাকেশ্বরী মন্দিরের আবহ তুলে ধরেছে।
উৎসবে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথি ও বিদেশি প্রতিনিধি, যা উৎসবটিকে আন্তর্জাতিক আঙিনায় পরিণত করেছে।
দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল রিমলি রায়ের সুরতি ট্রুপের ইংরেজিতে রামায়ণ ব্যালে এবং নৃত্যাঞ্জলির মহিষাসুরমর্দিনী পরিবেশনা, যা প্রায় ৫০ হাজার দর্শককে মুগ্ধ করেছে। এছাড়া, দেয়াশিনি রায়ের সুরমূর্ছনায় ভেসে গেছে পুরো টাইমস স্কোয়ারের প্রাঙ্গন, প্রমাণ করে সংগীতের ভাষা নেই।
দুই দিনের আনন্দ যজ্ঞ শেষ হয়েছে সিঁদুর খেলা, ধুনুচি নাচ ও “আসছে বছর আবার হবে” ধ্বনির মধ্য দিয়ে। টাইমস স্কোয়ার দূর্গা উৎসব এসোসিয়েশনের এই আয়োজন বিশ্বের মিলনতীর্থে বাংলা সংস্কৃতি ও পরম্পরার উজ্জ্বল নিদর্শন হয়ে রয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।