মাহমুদ জয়, বেরোবি প্রতিনিধি: টাকার অভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত কুড়িগ্রামের উলিপুরের মেধাবী শিক্ষার্থী নুর আলমের।
উপজেলার বেগমগঞ্জের চরাঞ্চলে বেড়ে উঠা মেধাবী শিক্ষার্থী নুর আলম। সব প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি জেএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪, বুড়াবুড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসসিতে জিপিএ-৫ এবং কুড়িগ্রাম সরকারি কলেজ এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৩৩ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নুর আলম ‘এ’ ইউনিটে (কলা অনুষদ) ১৮তম এবং ‘বি’ ইউনিটে (সামাজিক বিজ্ঞান অনুষদ) ৩০তম স্থান অধিকার করেন। তিনি বেরোবিতে ইংরেজি বিভাগে ভর্তি হতে চান।
নুর আলমের বাবা উলিপুরের বেগমগঞ্জের চরাঞ্চলের একজন প্রান্তিক কৃষক। চরাঞ্চলে চাষাবাদের জন্য সামান্য জমি আছে। বন্যার সময় চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ে সেই জায়গাটুকুও। অন্যান্য সময় যে চাষাবাদ হয় তা দিয়ে পরিবারের ৫ জনের খাওয়ার চালই জোটে না। পাবিবারিক অর্থ অনটনের কারণে তিনি মামার বাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে তার মামাও লেখাপড়ার খরচ চালাতে অপারগ হলে উচ্চ মাধ্যমিকে থাকা অবস্থায় স্থানীয় সামাজিক সংগঠন ‘বন্ধন’ থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে লেখাপড়ার খরচ চালান।
নুর আলমের বাবা আব্দুস-শফি কান্নাজড়িত কণ্ঠে জুমবাংলাকে বলেন, এতো দিন অনেক কষ্ট করে আমার ছেলে লেখাপড়া চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এতো টাকা আমার পক্ষে বহন করা সম্ভব না। তাই কোনও স্বহৃদয়বান ব্যক্তি যদি আমার ছেলের স্বপ্ন পূরণে ভর্তির টাকাটা দিয়ে সাহায্য করতেন তাহলে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম জুমবাংলাকে বলেন, নুর আলম দরিদ্র পরিবারের একজন ছেলে। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। তার মা দীর্ঘদিন থেকে অসুস্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।